রবিবার ১২ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
KM | ১২ জানুয়ারী ২০২৫ ১০ : ১৮Krishanu Mazumder
আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে জয় তাঁর দলের খেলোয়াড়দের নিজেদের উপর আস্থা রাখারই ফল। এমনটাই মনে করেন মহমেডান স্পোর্টিং ক্লাবের প্রধান কোচ আন্দ্রেই চের্নিশভ।
বেঙ্গালুরুতে ম্যাচের শেষ দিকে এক দুর্দান্ত ফ্রি-কিকে গোল দিয়ে ক্লাবের ১১ ম্যাচে ব্যর্থতার ধারাবাহিকতার অবসান ঘটান উজবেকিস্তানের মিডফিল্ডার মির্জালল কাসিমভ। এই গোলেই লিগে মহমেডানের দ্বিতীয় জয় নিশ্চিত হয়। এই অপ্রত্যাশিত ও গুরুত্বপূর্ণ জয়ে কলকাতার ঐতিহ্যবাহী দলটি পয়েন্ট তালিকায় সর্বশেষ স্থান থেকে উঠেও এসেছে।
বেঙ্গালুরু এফসি বলের দখল বজায় রেখে একাধিক গোলের সুযোগ তৈরি করলেও মহমেডান সেট-পিস থেকে তাদের সুযোগ কাজে লাগিয়ে নেয়। কাসিমভের নিখুঁত ফ্রি-কিক বেঙ্গালুরু এফসির গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুকে পরাস্ত করে জালে জড়িয়ে যায়। অন্য দিকে, মহামেডানের গোলকিপার পদম ছেত্রী অসাধারণ পারফরম্যান্স দেখান। একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে টানা তৃতীয় বার গোল অক্ষত রাখেন তিনি।
তাদের রাশিয়ান কোচ আন্দ্রেই চের্নিশভ তাঁর দলের পারফরম্যান্সের প্রশংসা করেন এবং পরিকল্পনা কার্যকর করতে পারার জন্য দলের ফুটবলারদের প্রশংসাও করেন। ম্যাচের পর সাংবাদিকদের তিনি বলেন, “আমরা আমাদের খেলোয়াড়দের বুঝিয়েছিলাম কী করতে হবে, এবং তারা আজকের ম্যাচে যেভাবে খেলেছে, যেভাবে পরিশ্রম করেছে, তাতে আমি খুব খুশি। ওরা বিশ্বাস করেছিল, আমিও বিশ্বাস করেছিলাম যে আমরা পরিস্থিতি একদিন বদলাতে পারব।''
দীর্ঘ পাঁচ ম্যাচ গোলহীন থাকার পর এতদিনে গোল পেল সাদা-কালো ব্রিগেড। এই প্রসঙ্গে কোচ বলেন, “আমরা গোল করতে শুরু করেছি, জয় পেতে শুরু করেছি। কারণ, আমি জানি এই খেলোয়াড়রা খুবই ভাল এবং তাদের সঙ্গে কাজ করতে পেরে আমি খুশি। আমি আমার খেলোয়াড়দের ধন্যবাদ জানাতে চাই। আমার স্টাফদেরও ধন্যবাদ, যারা বেঞ্চ থেকে আমাকে অনেক সাহায্য করেছে; এটি খুবই গুরুত্বপূর্ণ কাজ। আমরা সত্যিই খুশি।”
এই জয়ের ফলে মহমেডান টানা তিন ম্যাচে অপরাজিত রয়েছে এবং টানা তিনটি ম্যাচে ক্লিন শিট বজায় রেখেছে। চলতি লিগের অন্যতম সেরা দল ওডিশা এফসি, নর্থইস্ট ইউনাইটেড এফসি-র সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর এ বার দ্বিতীয় স্থানে থাকা সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির মাঠে নেমে জিতল তারা। তিনটি দল চলতি লিগে সব মিলিয়ে ৮৭টি গোল করেছে। এই তিন দলের বিরুদ্ধে গোল অক্ষত রাখা যথেষ্ট কৃতিত্বের।
বছরের শুরু থেকে পারফরম্যান্সে এই উন্নতি প্রসঙ্গে চেরনিশভ বলেন, “আমাদের অনেক খেলোয়াড় আইএসএল অভিজ্ঞতা ছাড়াই এই লিগে খেলছে এবং আমাদের সময়ের প্রয়োজন ছিল। আমি সবাইকে বলেছিলাম, আমাদের সময় দিতে হবে। এখন আমরা শারীরিকভাবে ভাল অবস্থায় আসতে শুরু করেছি। এখন আমরা দলের মধ্যে একে অপরকে ভালভাবে বুঝতে শুরু করেছি এবং খেলোয়াড়রা এখন জানে মাঠে নেমে তাদের কী করতে হবে। ১৫ দিনে একটা দল তৈরি করা যায় না এবং রাতারাতি ভাল খেলতে পারাও যায় না। তবে ধীরে ধীরে আমরা উন্নতি করছি। আমাদের এ ভাবেই এগিয়ে যেতে হবে।”
# MohammedanSporting#AndreyChernyshov
বিশেষ খবর
নানান খবর
নানান খবর
'আর কয়েক মাস আছি', বোর্ডকে সময় দিলেন রোহিত, কিন্তু কীসের জন্য? ...
জেমাইমার দুরন্ত সেঞ্চুরি, ওয়ানডেতে পাহাড় প্রমাণ রান গড়ে নজির ভারতের মহিলা দলের ...
চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা বাংলাদেশের, নেই শাকিব-তামিম, বাদ পড়লেন লিটনও ...
এমনিই মরশুম খারাপ যাচ্ছে, তার মধ্যে দল ছাড়তে পারেন এই তারকা ডিফেন্ডার, ম্যান সিটি নিয়ে বড় আপডেট পেপের...
শুভানুধ্যায়ীদের পরামর্শে রোহিতের অবসর সিদ্ধান্ত বদল, অসন্তুষ্ট গম্ভীর ...
'এই ইস্টবেঙ্গল এখন আর ভয় জাগায় না, চরিত্র বদলে গিয়েছে', ক্লেটনদের হার দেখে হতাশ অতনু ...
গুয়াহাটি ডার্বিতে ১০ জনের ইস্টবেঙ্গলকে হারাল মোহনবাগান, জঘন্য রেফারিংয়ে পেনাল্টি থেকে বঞ্চিত লাল-হলুদ...
জাতীয় দলে ফিরলেন সামি, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা টিম ইন্ডিয়ার ...
আইএসএলে অঘটন মহমেডানের, বেঙ্গালুরুকে হারিয়ে ডার্বির আগেই মোহনবাগানের সুবিধা করে দিল কলকাতার প্রধান...
লড়লেন একা চ্যাপম্যান, নিউজিল্যান্ডকে হারিয়ে হোয়াইট ওয়াশ এড়াল শ্রীলঙ্কা ...
সিডনিতে মাইলফলক ছুঁতে না পেরে হতাশ স্মিথ, কী বললেন? ...
ভাঙলেন ব্যাট, একটুর জন্য গুরুতর আহত হওয়ার হাত থেকে বাঁচলেন ওয়ার্নার...
ইনস্টাগ্রামে রহস্যময় ছবি পোস্ট, ভক্তদের চিন্তায় ফেলে দিলেন জাদেজা...
আয়ারল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা, নাম লেখালেন এই তালিকায়...
ডার্বির আগে বড় ধাক্কা, দলের সঙ্গে গুয়াহাটি যাচ্ছেন না আনোয়ার ...